মোবাইল দিয়ে ডিজাইন শিখবে পুরো বাংলাদেশ!

ইলাস্ট্রেশন ডিজাইন, দাওয়াহ ডিজাইন কিংবা ইনফোগ্রাফিক ডিজাইন সবই হবে এক কোর্স শেষে!

সেরা মেন্টর, মাস্টার ক্লাস, হোমওয়ার্ক এবং বেস্ট সাপোর্ট নিয়ে আমাদের এই কোর্স।

কোর্সটি করে আমার লাভ কী?

ঘরে বসে টাকা ইনকাম

ডিজিটাল এই যুগে ঘরে বসেই দক্ষ ডিজাইনাররা কী পরিমাণ আয় করছে তা আমাদের থেকে আপনি ভালো জানেন। আপনি যদি ভালো করে কাজটা শিখে ফেলেন, তাহলে আপনার আয়ের সুযোগ কয়েকগুণ বেড়ে যাবে।

কন্টেন্ট ক্রিয়েশন

কনটেন্ট ক্রিয়েট করার সাহস অর্জন করা সহজ নয়, ফলে অনেকেই তা করতে পারেন না। ডিজাইনারের দৃষ্টিকোণ থেকে ভাবলে, কনটেন্ট তৈরি শুধু আপনার সৃজনশীলতা বিকাশের সুযোগ নয়; এটি একটি ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে।

(রিমোট / ফিজিক্যাল) জব

আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি, ৫ টি কোম্পানির নাম বলুন, যাদের টিমে ডিজাইনার নেই। আমি নিশ্চিত, আপনি পারবেন না! কারণ, বর্তমান যুগে এমন কোনো কোম্পানি নেই, যাদের ডিজাইন ও কনটেন্টের প্রয়োজন নেই। ডিজাইন ছাড়া কার্যকরী মার্কেটিং সম্ভব নয়, এবং প্রতিটি ব্র্যান্ডের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়ান ম্যান আর্মি

নিজের ইউটিউবে থাম্বনেইলের জন্য নিজেই ডিজাইন করা, নিজের চিন্তাভাবনাকে বাস্তবে তুলে ধরা, নিজের পোর্টফোলিও তৈরি করা, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নিজেই ডিজাইন তৈরি করে ফেলা সহ নানা কাজে আপনি নিজে করে ফেলে হয়ে যান ওয়ান ম্যান আর্মি।

এই কোর্সটি যা যা শেখাবে

Mobile Design Masterclass - মোবাইল ডিজাইন মাস্টারক্লাস

কোর্সটি সম্পর্কে কিছু কথা!

অনেকেই আমাদের কাছে এই মোবাইল দিয়ে হাতে কলমে ডিজাইনের একটা সাজানো বেসিক টু এডভান্স একটি গাইডলাইন চাচ্ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ হয়তো মোবাইল দিয়ে ডিজাইনের টুকটাক কাজও করেন, কিছু প্রাকটিক্যাল কাজ পারেনও অনেকে, কিন্তু ডিজাইনের বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়ম নীতি না জানার কারনে সঠিক লক্ষ্যে পৌছাতে পারেননি। আবার কেউ কেউ ডিজাইনের ড ও জানেন না। অর্থাৎ তারা ডিজাইন লাইনে একদমই নতুন। আমাদের ৩-৪ মাসের এই কোর্সটি সেসব বিষয় নিজের দখলে এনে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ হবার পথের একটি মাইলফলক হতে যাচ্ছে ইন শা আল্লাহ। মনে রাখবেন, এই কোর্স ভালোভাবে করে ডিজাইন বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করলে এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজ যেমন করে দিতে পারবেন মোবাইল দিয়েই, ঠিক তেমনি নিজের একাডেমিক পড়াশুনার বিভিন্ন পারপাসে সহ ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক প্রয়োজনে প্রফেশনাল মানের ডিজাইনও করতে পারবেন হাতের মোবাইলটা দিয়েই। এছাড়াও ডিজাইন বিষয় নিয়ে অনেক তাত্ত্বিক জ্ঞান অর্জন করবেন প্রাকটিক্যাল জ্ঞানের পাশাপাশি। আর জানেনই তো ডিজাইন বিষয়ে ভালোভাবে অভিজ্ঞ হলে, ভালোমানের একটা ধারনা থাকলে পরবর্তীতে এই বিষয়ে কম্পিউটারের মাধ্যমে প্রফেশনাল ক্যারিয়ার গড়াও সহজসাধ্য হবে। কিন্তু ভালোভাবে ধারনা না থাকলে এর উপর আপনার দখল যেমন সহজে আসবে না, এর নাড়িনক্ষত্র জেনে একে ফিউচারে নিজের ক্যারিয়ারেও কখনো ব্যবহার করতে পারবেন না।

Mentor Mushfik Rahman

মেন্টর: মুশফিক রহমান

শিক্ষার্থীদের মন্তব্য

সিট সংখ্যা শেষ হওয়ার আগে জয়েন করুন ভর্তি হন!

Copyright © 2025 All Rights Reserved by Pro Shikkha